সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

৫ টাকায় ইফতার

চলমান সরকারি বিধিনিষেধে বন্ধ রয়েছে কর্মক্ষেত্র। যারপরনাই কষ্টে দিন কাটছে নিম্নআয়ের অসংখ্য মানুষের। সারাদিন রোজা রেখেও ঠিক মতো মিলছে না ইফতারি। তবে তাদের জন্য ময়মনসিংহে এবার মাত্র ৫ টাকা মূল্যে ইফতারি বিতরণের ব্যবস্থা করেছে জেলা পুলিশ। পুলিশ জানায়, প্রতিদিন ২০০ জন কর্মহীন অসহায় মানুষের কাছে এ ইফতারি তুলে দিচ্ছেন তারা। গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। চলবে রমজান মাসজুড়ে। প্রথম দিন নগরীর টাউন হল এলাকায় ও দ্বিতীয় দিন পাটগুদাম এলাকায় জেলা পুলিশের এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, ৫ টাকার ইফতারে খরচ হয়েছে প্রায় ৬০ টাকা। এতে থাকছে মুড়ি, ছোলা, পিঁয়াজু, বেগুনি, খেজুর, শসা, আঙ্গুর, কলা ও জিলাপি।    -ময়মনসিংহ প্রতিনিধি

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় গৃহবধূ বৃষ্টি আক্তার মরিয়মের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী হেলাল উদ্দিনকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। হেলাল বরগুনা জেলার আমতলী থানার মো. মোশারফ হোসেনের ছেলে। ফতুল্লা মডেল থানার এস আই হাসান গৃহবধূর স্বামী হেলাল উদ্দিনের বরাত দিয়ে তিনি জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। 

                -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর