শিরোনাম
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পিতার জন্য ইফতার নিয়ে যাওয়া হলো না আহাদের

দিনাজপুর প্রতিনিধি

পিতার জন্য ইফতার নিয়ে যাওয়া হলো না ছেলে আবদুল আহাদের। শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু আহাদের। গত শনিবার ইফতারির আগে খানসামা-রানীরবন্দর সড়কের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের কুমারের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আহাদ (১২) দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের গোলা-বাকালীপাড়ার হোমিও চিকিৎসক ডা. জিকরুল হকের ছেলে। পুলিশ জানায়, ওই সময় শিশু আবদুল আহাদ বাড়ি থেকে ইফতার নিয়ে বাইসাইকেল যোগে খানসামা-রানীরবন্দর সড়ক দিয়ে রানীরবন্দর হাটে তার পিতার ওষুধের দোকানে যাচ্ছিল। এ সময় আহাদ খানসামা-রানীরবন্দর সড়কের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের কুমারের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত আহাদকে সেখান থেকে উদ্ধার করে এম আবদুর রহিম মেডিকেলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর