মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পাহাড়ি ঢলের আশঙ্কায় ধান কাটা শুরু

নেত্রকোনা প্রতিনিধি

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় নেত্রকোনার হাওরাঞ্চলে দ্রুতগতিতে চলছে ধান কাটার কাজ। আবহাওয়া বার্তা পেয়ে শেষ টনক নড়েছে নেত্রকোনা জেলা প্রশাসন ও কৃষি বিভাগের। ঢাকা থেকে তথ্য পেয়েই গতকাল থেকে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে হাওরাঞ্চলে অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে চলছে এই ধান কাটার কাজ। গতকাল সকাল থেকে নেত্রকোনার মদন ও খালিয়াজুরীর হাওরাঞ্চলে কৃষকদের ধান কাটা পরিদর্শন করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন জেলা প্রশাসক ও কৃষি বিভাগ। জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যে হাওরাঞ্চলে ৭০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক হারাঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। আর ১০ দিনের সময় পেলে বাকি ধান কাটা সম্পন্ন হয়ে যাবে। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমানসহ স্থানীয় উপজেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সবাই ওই অঞ্চলের কৃষকদের দ্রুত ধান কাটায় সহযোগিতার আশ্বাস দেন। এদিকে বি আর ২৯ ধান গোপনকারী অনেক কৃষক জানান, প্রশাসন এই উদ্যোগটা কমপক্ষে অন্তত গত এক সপ্তাহ আগে নিলেও আমাদের ভয় থাকত না। এখন যত কিছুই করুক দিন ভালো যাচ্ছে না।

 জোয়ারের পানি এবং বৃষ্টির পানি নেমে আসলে এই ধান তুলতে পারব না। এখনো মাঠে বি আর ২৯ পাকছে। এ বছর পানি দেরিতে যাওয়ায় রোপণ কার্যক্রমও অনেক দেরিতে হয়েছে। এখন আগামী এক সপ্তাহ সময় পাই কি না সন্দেহ রয়েছে।

সর্বশেষ খবর