মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিশেষ ব্যবস্থায় গেল ধান কাটা শ্রমিক

গাইবান্ধা প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন। এ অবস্থায় ধান কাটার জন্য বিশেষ ব্যবস্থায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে রবিবার রাতে ৩৩ জন শ্রমিককে বাসযোগে কুমিল্লা সদরে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক পাঠানো কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও আবু সাঈদ।

কৃষি বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে দেশের বিভিন্ন স্থানে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বৃহত্তর রংপুর অঞ্চল থেকে শ্রমিকরা বিভিন্ন জেলায় যাচ্ছেন ধান কাটতে। লকডাউন অবস্থায় তাদের যাত্রা নির্বিঘ্ন করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী শ্রমিকরা নির্দিষ্ট সংখ্যায় একত্রিত হয়ে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে যানবাহনযোগে বিভিন্ন এলাকায় যেতে পারবেন। গোবিন্দগঞ্জের ইউএনও খালেদুর রহমান বলেন, শ্রমিকদের বিনামূল্যে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে।

সর্বশেষ খবর