বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মুক্তাগাছায় পুলিশ ব্যবসায়ী ধাওয়া-পাল্টা ধাওয়া

ময়মনসিংহ প্রতিনিধি

মুক্তাগাছায় পুলিশ ব্যবসায়ী ধাওয়া-পাল্টা ধাওয়া

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউনে কড়াকড়ি নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে এই সংঘর্ষ হয়। উপজেলা শহরের বড় মসজিদের সামনে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বড় মসজিদ মার্কেটে গিয়ে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে দোকানদারদের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তখন দোকান ফেলে ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। বিষয়টি অস্বীকার করে মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ বলেন, ‘বড় মসজিদের সামনে ব্যবাসয়ীদের লকডাউন সম্পর্কে বুঝানো হয়েছে।

কোনো ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।’ ইউএনও আব্দুল্লাহ আল মনসুর বলেন, ‘নিয়মিত ডিউটি পালন করতে তারা বড় মসজিদ মার্কেটে যান। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ব্যবসায়ীদের বুঝানো হয়। এরপর কি ঘটেছে তার জানা নেই।’

সর্বশেষ খবর