বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংরক্ষিত বনে ময়লার ভাগাড়

মৌলভীবাজার প্রতিনিধি

সংরক্ষিত বনে ময়লার ভাগাড়

সংরক্ষিত বনের জমিতে শহরের ময়লা-আবর্জনা ফেলছে মৌলভীবাজার পৌরসভা। অবৈধভাবে ময়লা না ফেলতে পৌরসভাকে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছে বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। কিন্তু চিঠি পাওয়ার পরও পৌর কর্তৃপক্ষ ময়লা ফেলা বন্ধ না করায় উদ্বেগ প্রকাশ করেছে বন বিভাগ। এতে হুমকিতে পড়বে সংরক্ষিত বন এবং ময়লা-আবর্জনা খেয়ে বন্যপ্রাণী মারা যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন পরিবেশ কর্মীরাও। বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল থেকে মৌলভীবাজার পৌরসভা জেলার বর্ষিজোড়া ইকোপার্ক এলাকায় স্টেডিয়াম সংলগ্ন সংরক্ষিত বনের নিচু অংশে ময়লা-আবর্জনা ফেলা শুরু করে। এছাড়া ময়লা বহন করার জন্য গাড়ি চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি বনবিভাগের নজরে এলে বিভাগীয় বনকর্মকর্তাসহ বনবিভাগের কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করে পৌরসভার মেয়রকে প্রথমে মৌখিক ও পরে গত ৭ এপ্রিল লিখিত আপত্তি জানায়। ময়লা ফেলার স্থানটি বন্যপ্রাণীর বিচরণ এলাকা উল্লেখ করে চিটিতে বলা হয়, বনের জায়গায় শহরের বর্জ্য ফেলার কারণে এখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হবে। ময়লায় থাকা খাবার খেয়ে মারা যাবে বন্যপ্রাণীরা। এছাড়া দুর্গন্ধে আশপাশের এলাকার মানুষ ভোগান্তিতে পড়বেন। এখানে ফেলা প্লাস্টিক পলিথিন বর্জ্য পচবে না কোনো দিন। সে কারণে স্থায়ীভাবে বনের ক্ষতির আশঙ্কা করে ময়লা না ফেলতে অনুরোধ করা হয়। সরেজমিন সেখানে গিয়ে বনবিভাগের আপত্তির সত্যতা মিলেছে। দেখা যায়, বনবিভাগের আপত্তির পরও ময়লা ফেলা বন্ধ করেনি পৌরসভা। সংরক্ষিত বনে ফেলা হচ্ছে টন টন ময়লা-আবর্জনা ও বোতলজাত প্লাস্টিকসহ সব ধরনের বর্জ্য। আগুন দিয়ে কিছু ময়লা পোড়ানো হচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়া ময়লার দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা তৈরি হয়েছে। এই দুর্গন্ধ আশপাশের বসতি এলাকায়ও ছড়িয়ে পড়েছে। বেড়েছে মশা-মাছির উপদ্রব। বনের ভিতর ময়লা পরিবহনের জন্য এক্সেভেটর দিয়ে টিলার পার্শ্ববর্তী মাটি কেটে তৈরি করা হচ্ছে রাস্তা।

 বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা আপত্তি জানিয়েছি কিন্তু শুনছে না পৌরসভা। এভাবে সরকারি ভূমিতে জোর করে ময়লা ফেলা এবং টিলা কেটে রাস্তা নির্মাণ করা চরম অন্যায়। কিন্তু তারা তা অব্যাহত রেখেছে। আইনকানুনকে পাত্তাই দিচ্ছে না। বন ধ্বংসের এই আয়োজনে উদ্বিগ্ন পরিবেশকর্মীরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কার্যনির্বাহী পরিষদের সদস্য আবদুল করিম কিম বলেন, কোনো অবস্থায় বনের জায়গায় ময়লা ফেলা উচিত নয়। এটা সুনির্দিষ্টভাবে পরিবেশ আইনের লঙ্ঘন। পৌরসভার মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের এই কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বনকে ময়লার ভাগাড় বানানো বন্ধ না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, শহরের বাইরে জগন্নাথপুর এলাকায়  পৌরসভার নির্ধারিত স্থানে ময়লা ফেলার জায়গায় বর্তমানে ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ চলছে। ডাম্পিং স্টেশনের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এখানেই ময়লা ফেলতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর