বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
নারাণায়ণগঞ্জ

শরীরে ২০০ সেলাই, হাসপাতালে কাতরাচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ব্যান্ডেজে মোড়ানো শরীরের বিভিন্ন অংশ। গলা ও ঘাড়ে কুড়ালের কোপের আঘাতের চিহ্ন। কোথাও কোথাও রক্ত ঝরছে। প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন যুবকটি। আর এদিক ওদিক তাকিয়ে স্ত্রী-স্বজনদের খুঁজছেন। মাঝে মধ্যে কেঁদে উঠছেন। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় তার ওপর সোনারগাঁর বারদীর শান্তিরবাজারে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই হামলায় মুহ‚র্তেই অশান্ত হয়ে উঠে পুরো গ্রাম। মৃত ভেবে ফেলে গেলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে। হাসপাতালের সার্জারি বিভাগের নারী ওয়ার্ডে চিকিৎসা চলছে তার। আহত যুবকের নাম জুয়েল (৩০)। তিনি উপজেলার মছলেন্দপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত সিরাজুল ইসলামের ছেলে। এলাকায় জমি ও বালু ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোজার ষষ্ঠতম দিন ছিল সেদিন। কিছুক্ষণ পরই ইফতার, কেউ ফলমূল কিনছিলেন। কেউ ইফতারসামগ্রী কিনছিলেন। শেষ মুহ‚র্তের ইফতারসামগ্রী বেচাবিক্রি নিয়ে ব্যস্ত ছিলেন দোকানিরাও। হঠাৎ সোনারগাঁর শান্তিরবাজার মান্দারপাড়া এলাকার মৃত আদু ব্যাপারীর ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতের নেতৃত্বে তার ছেলে আশিক, খলিল মিয়ার ছেলে মামুন, মৃত শুক্কুর আলীর ছেলে মো. ডালিম, নুর মোহাম্মদের ছেলে ফাহিম, শুক্কুর আলীর ছেলে ফালাইনা ও মাওলানের ছেলে রহিমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন জুয়েলকে কুপিয়ে জখম করেন। এ দৃশ্য দেখে মুহ‚র্তেই পুরো বাজারের দোকান বন্ধ ও ক্রেতাশূন্য হয়ে যায়।

সর্বশেষ খবর