শিরোনাম
শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ময়মনসিংহে পানির হাউস ধসে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে পানির হাউস ধসে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বাড়িতে পানির হাউস ধসে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আবদুর রহমান (৭০) ও তার পুত্রবধূ সাওদা আক্তার (২২)। এ সময় আহত হয়েছেন রাব্বী (১২) ও রোহান (৮) নামে দুই শিশু। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাঁশহাটি গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয়দের বরাত দিয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এক সপ্তাহ আগে বাড়ির উঠানের পাশে ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির হাউস তৈরি করেন আবদুর রহমান। আরসিসি পিলার না দিয়ে ঢালাই শুকানোর আগেই এটি ব্যবহার শুরু করেন তারা। বিকালে পানির অতিরিক্ত চাপে হাউসের দেয়াল চারদিকে ছিটকে পড়ে। এতে সাওদা আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত হন আবদুর রহমান, শিশু রাব্বী ও রোহান। তাদের নান্দাইল হাসপাতালে নেওয়ার পথে আবদুর রহমান মারা যান। আহত দুই শিশুকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর