শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

১ হাজার ধান কাটা শ্রমিক পেলেন খাদ্য ও সুরক্ষাসামগ্রী

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ১ হাজার ধান কাটা শ্রমিকের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল খুবজীপুর ইউনিয়নের চলনবিল বিলশা এলাকার ধানের জমিতে গিয়ে শ্রমিকদের হাতে ওই সামগ্রী তুলে দেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল। ইউএনও জানান, বিভিন্ন এলাকা থেকে গুরুদাসপুর আসা ধান কাটা শ্রমিকদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে।  শ্রমিকদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ চলমান থাকবে।

সর্বশেষ খবর