সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কাদের মির্জার বিরুদ্ধে আওয়ামী লীগের ২৮ নেতা-কর্মীর জিডি

নোয়াখালী প্রতিনিধি

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮ জন নেতা-কর্মী কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল দুপুরে একই অভিযোগে উল্লেখ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব জিডি করেন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত জানান, গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাদের মির্জা কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিতে গিয়ে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে বলেছেন হত্যার বদলে হত্যা। তার এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয়ে জীবনের নিরাপত্তায় এসব জিডি করেন বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করে বলেছেন পুলিশ জিডি গ্রহণ করেছে। শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জন্য দুই এক দিনের মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। পরে তিনি মামলার নিরপেক্ষ তদন্তের জন্য মনিটরিং কর্মকর্তাও নিয়োগ করবেন। জিডি খবর মুহূর্তের মধ্যে পুরো জেলায় ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর