সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে অফিস করছেন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঝুঁকি নিয়ে অফিস করছেন কর্মকর্তারা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যালয়ের নতুন দোতলা ভবণ নির্মাণে বরাদ্দ থাকলেও জটিলতার কারণে তা নির্মাণ কাজ শুরু হয়নি। শুধু সীমানা নির্ধারণ না করা থাকায় ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত প্রায় ২৯ লাখ টাকা ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বরাদ্দ ফেরত গেলে ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকি নিয়ে অফিস করতে হবে কর্মকর্তাদের। পুরনো পরিত্যক্ত-জরাজীর্ণ ভবন দেয়ালের পলেস্তারার মতো হয়তো এখন পুরো ভবনই ধসে যাবে। মৃত্যুঝুঁকি নিয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী প্রকৌশলী কাজ সারছেন সরকারি দফতরের। জানা গেছে, ২০১৯ সালের ১১ জুলাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপজেলা সহকারী প্রকৌশলীর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ সংক্রান্ত কাগজ ওই বছরের ২৯ অক্টোবর জেলা পরিষদে পাঠানো হলে সেখান থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। অথচ পুরনো ভবনের চারপাশে দেয়ালে বড় বড় ফাটল ধরেছে। ছাদ এবং দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। তবুও থেমে নেই অফিসের কার্যক্রম। ফলে বিষয়টি নিয়ে একটু জটিলতা সৃষ্টি হলো। এর মধ্যেই চলতি বছরের ২০ মার্চ নতুন দোতলা ভবন নির্মাণের জন্য ২৮ লাখ ৯২ হাজার ৬১৩ টাকা বরাদ্দ দেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। আগামী জুন মাসের মধ্যে ভবন নির্মাণ করতে বলা হয়েছে। সে মোতাবেক বগুড়া জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের টেন্ডারে ভবন নির্মাণের কাজ পায় মেসার্স সাইমা এন্টারপ্রাইজ। পরে কয়েকজন কর্মকর্তা পরিদর্শন করলে পুরনো ভবনের পাশে পর্যাপ্ত জায়গা দেখতে পান। যে জায়গায় নতুন করে দোতলা ভবন নির্মাণ করা সম্ভব। পুরনো ভবনের স্থলে বা তার পাশে ফাঁকা জায়গায় ভবন নির্মাণ করা সম্ভব হলেও রহস্যজনক কারণে ভবন নির্মাণ হচ্ছে না। নন্দীগ্রাম উপজেলা সহকারী প্রকৌশলী মো. নাজমুল হোসাইন জানান, জীবনের ঝুঁকি নিয়ে অফিস করতে হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বরাদ্দ থাকলেও ভবন নির্মাণ কাজ করা যাচ্ছে না। পুরনো ভবনের পাশে আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে জানানো হয়েছে, তারপরও ভবন নির্মাণ হচ্ছে না। সময়মতো ভবন নির্মাণ না হলে বরাদ্দ ফেরত যাবে। সে ক্ষেত্রে ভবন নির্মাণ না হলে আবারও ঝুঁকি নিয়ে সরকারের কাজ করতে হবে। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শিফা নুসরাত বলেন, সহকারী প্রকৌশলীর পুরনো ভবনের পাশের জায়গা তাদের দাবি করলেও কোনো কাগজ দেখাতে পারেনি।

সর্বশেষ খবর