সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ অনিশ্চিত

মেহেরপুর প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ অনিশ্চিত

মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির  ফরম পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের অবহেলাকে দায়ী করলেও প্রধান শিক্ষক বলছেন সোনালী ব্যাংকের কর্মকর্তাদের ভুলের জন্য এমন সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের সুবিধার জন্য অনলাইনের মাধ্যমে করার সিদ্ধান্ত গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ জন্য ১১ এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠানকে বোর্ডের ও প্রতিষ্ঠানের ফিস আদায়ের জন্য সোনালি ব্যাংকে হিসাব খোলার জন্য নোটিস প্রদান করে। সেই সঙ্গে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবহৃত ব্যাংকের হিসাব নম্বর যাচাই করে অনলাইনে আপলোড করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের নামে খোলা সোনালী ব্যাংকের হিসাব নম্বর আপলোডে ভুলভ্রান্তি সংশোধনের জন্য ১৮ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ বন্ধ রাখা হয়। ১৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়। কিন্তু ৬ দিন পার হয়ে গেলেও মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম বিদ্যালয়ের নামে সোনালী ব্যাংকের হিসাব নম্বর ঠিক করতে না পারায় ফরম পূরণ করতে পারছে না পরীক্ষার্থীরা। যেখানে উপজেলার অন্য মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ফরম পূরণ শেষ পর্যায়ে সেখানে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শুরুই করতে পারেনি ফরম পূরণ। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের বাকি আছে আর মাত্র ৪ দিন দুঃশ্চিন্তায় পরীক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। এ বিষয়ে তারা প্রধান শিক্ষককে বার বার বললেও কোনো সমাধান পাচ্ছে না অভিভাবক  ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক প্রতিদিনই বলছেন আজকেই ঠিক হয়ে যাচ্ছে। এখনই ঠিক হবে কোনো সমস্য নেই কাল থেকে ফরম পূরণ করতে পারবেন বলে বিগত ৬ দিন যাবত ঘুরাচ্ছেন অভিভাবকসহ পরীক্ষার্থীদের। এ বিষয়ে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম বলেন সমস্যাটা আমাদের না ব্যাংকের। আমার যশোর বোর্ডের অনলাইনের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম।

তারা ডিলেট করে ফেলেছে আবার তারা দিতে বললে আবার তারা ডিলেট করে দিয়েছে গত বৃহস্পতিবার থেকে শনিবার সরকারি ছুটি ছিল। তাই রবিবার সকালে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক ম্যানাজার বললেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে সমস্যা ছিল ওটি ইনএকটিভ হয়ে গেছিল আমি ঠিকঠাক করে দিচ্ছি। সকালে আমরা ঠিকঠাক করে বোর্ডের অনলাইনে দিয়ে এসেছি এখন দেখা যাক কখন ঠিক হয়। এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।

সর্বশেষ খবর