সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
মসজিদে বিস্ফোরণ ঘটনা

সম্পূরক অভিযোগপত্র দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সম্পূরক অভিযোগপত্র দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জমা দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালত। একই সঙ্গে অভিযুক্ত তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারীর নামে সম্পূরক অভিযোগপত্র দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের নামে সিআইডির দাখিল করা অভিযোগপত্র গত ১১ মার্চ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত আমলে নিয়ে মামলাটি  জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীর নামে সম্পূরক অভিযোগপত্র দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল। সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন এবং অভিযুক্ত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিলে অনুমোদন চাওয়া হবে। গত বছরের ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের পরবর্তী সময়ে গ্যাস বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এ সময় মসজিদে ইবাদতরত ৩৭ জন মুসল্লি ও ১ জন পথচারী অগ্নিদগ্ধ হয়।

তন্মধ্যে ৩৪ জন মুসল্লি ঢাকা মেডিকেল কলেজ এর অধীন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ৪ জন এখনো নিজ নিজ বাড়িতে চিকিৎসারত আছেন। অগ্নিকান্ডে মসজিদের এসি, থাই গ্লাস সহ বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে। বিস্ফোরণের ওই ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তিতাস গ্যাস, ডিপিডিসি, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। জেলা প্রশাসনের তদন্ত কমিটি গণশুনানিতে ৪৩ জনের সাক্ষ্য নিয়েছেন। বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস মসজিদের উত্তর পাশের সড়কের মাটি খুঁড়ে পরিত্যক্ত পাইপলাইনে ছয়টি ছিদ্র দেখতে পান। ছিদ্র পাওয়ার পরদিন ৭ সেপ্টেম্বর তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের চার কর্মকর্তাসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়। ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে।  জেলা প্রশাসনের তদন্ত কমিটি মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিতাসের গ্যাসের লিকেজ,  বৈদ্যুতিক স্পার্ক বা বৈদু্যুতিক ত্রুটি, মসজিদ কমিটির অবহেলাসহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

সর্বশেষ খবর