বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ফরিদপুরে যৌতুক না পেয়ে হত্যা ধরাছোঁয়ার বাইরে আসামি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে যৌতুক না পেয়ে হত্যা ধরাছোঁয়ার বাইরে আসামি

ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ধুলদি রাজাপুর দেওয়ানকান্দি গ্রামের দরিদ্র দোকান কর্মচারী মো. মোজাফফরের মেয়ে চম্পা খাতুন হত্যা মামলার আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আসামিদের মামলা তুলে নিতে অব্যাহত হুমকির কারণে দরিদ্র এ পরিবারটি এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। থানা পুলিশ বলছে, আসামিদের  গ্রেফতারের চেষ্টা করছে তারা। নিহতের পিতা ও স্থানীয় এলাকাবাসী জানায়, বিগত ১৭ বছর আগে চম্পা খাতুনের বিয়ে দেওয়া হয় আহম্মেদ আলী মোল্যার সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকলোভী স্বামী বিভিন্ন সময় মারপিট করতো চম্পা খাতুনকে। মাঝে মধ্যেই কিছু টাকাও দেওয়া হতো আহম্মেদ আলীকে। চম্পার পিতা দরিদ্র হওয়ায় জামাইয়ের আবদার না মেটাতে পারায় চম্পাকে বেশ কয়েকবার বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়। এর মধ্যে চম্পার স্বামী সেলুনের কাজ নিয়ে সৌদি আরবে যান।

সর্বশেষ খবর