শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পুকুর ভরাটের দায়ে তিন ব্যক্তির দণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের পূর্ব পাইকপাড়া এলাকার পুকুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করার দায়ে পরিবেশ আইন ১৯৯৫ সংশোধন আইনের ১০ এর ৬(ঙ) ধারায় শহরের পূর্ব পাইকপাড়া এলাকার পুকুর মালিক মো. শিহাব চৌধুরী (৩৯)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর দুই অংশীদার আমিরুল ইসলাম (৫৬) ও শেখর পালকে (৫৫)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় অভিযানে নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, এ ব্যাপারে তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে এখনো মো. মানিক মিয়া পুকুরে পাড়ে পাইলিং কাজ চালিয়ে যাচ্ছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, সুনিদিষ্ট অভিযোগ ছিল শহরের প্রাণকেন্দ্র পূর্ব পাইকপাড়া এলাকার পুকুরটি কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করছেন। মাটি ভরাট করে তারা অবৈধভাবে দখল কার্যক্রম পরিচালনা করছেন।  সেই অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে পরিবেশ অধিদফতর, সদর উপজেলা ভূমি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে এসে অভিযোগের সতত্যা খুঁজে পান। সেজন্য অপরাধের ধরন হিসেবে একজনকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর