বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে সুখদহ নদী

আবদুর রহমান টুল ,বগুড়া

হারিয়ে যাচ্ছে সুখদহ নদী

অবৈধ দখলে হারিয়ে যাচ্ছে বগুড়ার সুখদহ নদী। এ জেলার যমুনা, বাঙালী এবং সুখদহ নদী বিধৌত সারিয়াকান্দির পলি দোআঁশ মাটি কৃষকদের সোনার ফসল ফলিয়ে দেয়। তিনটি নদীর মধ্যে যমুনা নদী ভরা মৌসুমে  বন্যাসহ তার খরস্রোতা রূপ প্রদর্শন করে। বর্তমানে শুকনো নদী দেখে তার প্রমত্তা রূপ বুঝা খুব কঠিন। অপরদিকে বাঙালী নদীতে শুধুমাত্র বর্ষার মৌসুমে বন্যার পানি থাকলেও সারা বছর শুকনো থাকে। সারিয়াকান্দির নারচী এবং ফুলবাড়ী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখদহ নদীটি বিভিন্ন জায়গায় ভরাট হয়ে সারিয়াকান্দির ইতিহাস হতে মুছে যেতে চলেছে। সুখদহ নদীটি স্থানীয় পর্যায়ের এবং ঋতুভিত্তিক সচল থাকে। গাবতলী থানার বালিয়াদিঘী ইউনিয়নস্থ বালিয়াদিঘী মৌজা  থেকে বের হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সারিয়াকান্দি প্রবেশ করেছে। এরপর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। পরে গাবতলীর দুর্গাহাটায় পুনরায় মিলিত হয়েছে। পরে উত্তর-পশ্চিমে প্রবাহিত হয়ে আবার সারিয়াকান্দি থানার ফুলবাড়ির বাঙালী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ নদীটি ৮/১০ মাইল দীর্ঘ। এ নদীর তীরে নারচী একটি পুরাতন জনপদ। বর্তমানে নদীটি ফুলবাড়ির নিকট খালে পরিণত হয়েছে। উপজেলার নারচী ইউনিয়নের সাখাওয়াত হোসেন ছকো বলেছেন, সুখদহ নদী তার আগের চরিত্র হারিয়ে ফেলেছে। নদীটির কোনো কোনো যাওয়ায় হাঁটুপানি রয়েছে। এ নদী খালে পরিণত হয়েছে। এ নদীর বিভিন্ন স্থানে বেড়া দিয়ে নদীটির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করা হচ্ছে। ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মন্তেজার রাহমান বলেন, নদীটির দুইপাড় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে মাটি ভরাট করে বসতবাড়ি দোকানপাটসহ বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তুলেছেন। ফুলবাড়ী বাজারের উত্তর এবং দক্ষিণে কয়েক কিলোমিটার নদী তীর অবৈধ দখলে। ফলে এক সময়ের খরস্রোতা গভীর সুখদহ নদী তার নাব্য হারিয়েছে। ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ বলেছেন, সুখদহ নদীটি আমাদের ইউনিয়নের একমাত্র ভরা  যৌবনা নদী ছিল। এ নদীটি পারাপারের জন্য খেয়া ছিল। নদীতে মালবাহী পালতোলা নৌকা চলাচল করত। নদীটি খনন অথবা নদীটির নাব্য ফিরিয়ে দিতে সরকারের কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের সচেতন সাধারণ জনগণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর