শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ক্রেতার নাগালের বাইরে মৌসুমি ফল, চড়া দামে সবজি বিক্রি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ক্রেতার নাগালের বাইরে মৌসুমি ফল, চড়া দামে সবজি বিক্রি

ফরিদপুরের মধুখালীতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। উপজেলার সব বাজারে সবজির চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের। মধুখালী বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু ২০, গোলবেগুন ১০০, ধুন্দল ৫০, কাঁচা মরিচ ১০০, কচুর লতি ৬০, পটোল ৫০, শসা ৬০, মুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে মৌসুমি ফল বাঙ্গি, তরমুজ। ছোট সাইজের একটি তরমুজ ২৫০ থেকে ৩৫০, মাঝারি সাইজের বাঙ্গি ৬০ এবং একটু বড় সাইজের বাঙ্গি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু ৪০ টাকা। সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, ‘আড়ত বা মোকামে দাম বেড়ে যাওয়ায় আমাদের চড়া দামে বিক্রি করতে হচ্ছে।’ মধুখালীর মেগচামী, গাজনা, বেলেশ্বর, মধুপুর, শিবপুর, কলাগাছি, নওপাড়া, ব্যাসদী, কামারখালী, ডুমাইনে সবজির চাষ হয়। এখন ওইসব এলাকায় কম সবজি রয়েছে। মাগুরা, ঝিনাইদহ থেকে সবজি আমদানি করতে হচ্ছে। আমির হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে সবজির মূল্য বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। মেগচামী ইউনিয়নের সবজি চাষি সুনিত বিশ্বাস বলেন, ‘সারা বছরই কোনো না কোনো সবজির চাষ করি। অন্য সময়ের তুলনায় বর্তমানে সবজির দাম একটু বেশি।  উপজেলা কৃষি কর্মকর্তা আলভী রহমান বলেন, পরিবহন সংকটে দাম বেড়েছে।

সর্বশেষ খবর