শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আগুন আতঙ্কে বাড়িছাড়া ২০ পরিবার

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

আগুন আতঙ্কে বাড়িছাড়া ২০ পরিবার

আগুনে পুড়ে যাওয়া ঘরের কাছে কান্নায় ভেঙে পড়েন শাহেরা বেগম -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁওয়ের এক গ্রামে গত ১ মাসেরও বেশি সময় ধরে ঘটছে রহস্যজনক অগ্নিকান্ড। আগুনে একে একে নিঃস্ব হয়েছে ২০ পরিবার। আতঙ্কে অনেকে এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন। প্রায় প্রতিদিনই ঘটা এ অগ্নিকান্ডের উৎস অজানা গ্রামবাসীর কাছে। ফায়ার সার্ভিস ও প্রশাসন বলছে, অসতর্কতার কারণে ঘটতে পারে এমন দুর্ঘটনা। নাশকতার ষড়যন্ত্রের বিষয়টি মাথায় রেখেও তদন্ত করছেন তারা। ওই গ্রামে প্রতিটি বাড়িতে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রাম। আগুনে পুড়ে মারা যাওয়ার ভয়ে দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে থাকছেন আমেনা বেগম। দিন-রাত এক করে বাড়ির জিনিসপত্র পাহারা দিচ্ছেন তিনি। আশঙ্কায় আছেন যে কোনো সময় ঘরবাড়িতে আগুন লেগে সব পুড়ে যেতে পারে। আমেনার মতো আগুন আতঙ্কে দিন পার করছেন নূর আলম, মোতালেব, মকসেদ আলীসহ সাবাজপুর গ্রামের প্রায় ২০ পরিবারের শতাধিক লোক। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, প্রতিদিন ৩-৪ বার আগুন ধরছে বাড়ির বিভিন্ন স্থানে। কখনো রান্নাঘরে, কখনো কাপড়ের ট্রাঙ্কে, কখনো ঘরের চালাতে। গত ২০ দিনে শতাধিকবার আগুন লেগেছে ২০ পরিবারের বাড়িঘরে। গ্রামবাসী জানান, গত ২৯ মার্চ শবেবরাতের রাতে প্রথম আগুনের সূত্রপাত হয়। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরদিন আগুনে তিন পরিবারের ঘরবাড়িসহ আসবাবপত্র পুড়ে যায়। ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন, ১ মাস থেকে প্রতিদিন কোনো না কোনো বাসায় আগুন লাগছে। আমেনা বেগম বলেন, মাঠে কাজে যেতে পারছি না। অনেকে মাঠে বা বাইরে কাজ করতে গেলে আগুন লাগার খবরে ছুটে আসতে হচ্ছে বাড়িতে। উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, আপাতত প্রতিটি বাড়িতে একজন করে গ্রাম পুলিশ রেখে সার্বক্ষণিক পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ খবর