শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিদ্যালয়ের জমি দখল, বাধা দেওয়ায় শিক্ষককে মারধর

পঞ্চগড় প্রতিনিধি

বিদ্যালয়ের জমি দখল, বাধা দেওয়ায় শিক্ষককে মারধর

করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সুযোগে পঞ্চগড় সদর উপজেলার পুরাডাংগা প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করেছেন স্থানীয় কয়েক ব্যক্তি। রাতারাতি বিদ্যালয়ের মাঠ দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘর তোলেন তারা। প্রতিবাদ করায় শিক্ষককে মারধর করছেন অভিযুক্তরা। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় সদর উপজেলার পুরাডাংগা প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি রয়েছে। স্থানীয় কয়েকজন এই জমি দান করেন। একটি চক্র স্কুল মাঠের জমি নিজেদের দাবি করে অবৈধভাবে ঘর তোলেন। এ বিষয়ে বিদ্যালয়ের করা একটি মামলা আদালতে চলমান। আদালত সেখানে ১৪৪ ধারা জারি করেছে। তা অমান্য করে চক্রটি গত ২৪ এপ্রিল মাঠের প্রায় ৩০ শতাংশ জায়গা দখলে নিয়ে বাঁশের বেড়া দেয় এবং ভিতরে ঘর তোলা শুরু করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী বাঁধা দিলে তার ওপর হামলা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে ইউএনওসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, বিদ্যালয়ের জমি দখল ও শিক্ষকের ওপর হামলার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সর্বশেষ খবর