শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

দুই মাস পর ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

চাঁদপুর প্রতিনিধি

দুই মাস পর ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

চলছে নদীতে ইলিশ ধরতে নামার পূর্বপ্রস্তুতি -বাংলাদেশ প্রতিদিন

চাঁদপুরে দুই মাস অলস সময় কাটানোর পর জেলেরা গতকাল মধ্যরাতে ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় নেমেছেন। ইলিশ আহরণের জন্য গত কয়েক সপ্তাহ জাল, নৌকা প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিলেন জেলেরা। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদী এলাকায় সরকার ইলিশসহ সব প্রকার মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছিল। দুই মাস অভয়াশ্রম চলাকালে জেলায় ৫১ হাজার ১৯০ জন নিবন্ধিত জেলেকে ফেব্রুয়ারি থেকে ৪ মাস ৪০ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল প্রদান করা হচ্ছে। দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান পর্যালোচনায় দেখা গেছে, নিবন্ধিত জেলেদের মধ্যে অধিকাংশ মাছ ধরা থেকে বিরত থাকলেও একশ্রেণির অসাধু ও মৌসুমি জেলে অভয়াশ্রম এলাকায় গোপনে জাটকা ইলিশ নিধন করেছে। এই বিশাল নদী এলাকায় প্রয়োজনের তুলনায় জেলা টাস্কফোর্স সদস্য কম হওয়ায় সর্বোচ্চ চেষ্টা চালিয়েও জাটকা নিধন সম্পূর্ণ রূপে বন্ধ করা সম্ভব হয়নি। জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, করোনার মধ্যে গত দুই মাসে জেলা টাস্কফোর্স জাটকা ইলিশ রক্ষায় ৫৫৮টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এতে আড়াই কোটি মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়। তিন শতাধিক জেলেকে কারাদন্ড এবং ৪৫০ জন জেলেকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। ৪০ মেট্রিক টন জাটকা জব্দ করে দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর