শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

দেশের সংকটে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের সব সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না। শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। শেখ হাসিনা করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছেন। অসহায়দের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী ও বস্ত্র পৌঁছে দিচ্ছেন। শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গতকাল শরীয়তপুরের নড়িয়া পৌরসভাসহ তিনটি স্পট ও সখিপুরে প্রায় ২ হাজার ২০০ জনকে শাড়ি-লুঙি এবং ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।           -শরীয়তপুর প্রতিনিধি

 

মেম্বারের বিরুদ্ধে মামলা করায় মুক্তিযোদ্ধা পরিবার অবরুদ্ধ

নলছিটিতে সত্তার জোমাদ্দার নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তিন দিন পরও কোনো আসামি গ্রেফতার হয়নি। উল্টো আসামিদের হুমকিতে আতঙ্কিত হয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা সত্তার জোমাদ্দার ছয়জনের নামে মামলা করেন। নলছিটি থানার ওসি আলি আহম্মেদ বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ মামলার বিবরণে জানা যায়, সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সত্তার জোমাদ্দারের ছেলে আবুল কালাম আজাদ (রণি) ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হন। অন্য প্রার্থী (বর্তমান মেম্বার) রেজাউল করিম সোহাগসহ অন্য আসামিরা এতে ক্ষুব্ধ হন। ২৩ এপ্রিল রাতে নলবুনিয়া বাজার থেকে ফেরার পথে আসামিরা রড, লাঠিসোঁটাসহ মুক্তিযোদ্ধার পথরোধ করেন। তারা তার ছেলেকে নির্বাচন থেকে সরিয়ে নিতে বলেন। তিনি প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর করেন।            -ঝালকাঠি প্রতিনিধি

 

পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার লতিবান ইউনিয়নের কারিগড় পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত তিন শিশু হলো- কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার ছেলে খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) এবং তাপস কান্তি ত্রিপুরার ছেলে প্রাণটি ত্রিপুরা (৭)।

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা জানান, তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেওয়া ছড়ায় গোসল করতে নামে। পরে তাদের অনেক খোঁজাখুজির পর ছড়ার পানি থেকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চিকিৎসক শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

                -খাগড়াছড়ি প্রতিনিধি

 

২৫ বিঘা জমির তরমুজ লুট

খুলনা দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে কৃষকের ২৫ বিঘা জমির তরমুজ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গতকাল দাকোপের ধোপাদী গ্রামের হুমায়ুন কবির তরমুজ লুটপাটের অভিযোগ করেন। জমি নিয়ে বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, দাকোপ উপজেলার ধোপাদী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের বিলে প্রায় ২৫ বিঘা জমিতে হুমায়ুন কবিরসহ আরও কয়েকজন তরমুজ আবাদ করেন। ওই জমির মালিকানা দাবি করে গত ২৫ এপ্রিল প্রতিপক্ষ ১০টি পিকআপ নিয়ে এসে তরমুজ কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের হামলায় হুমায়ুনের বাবা ফারুক মল্লিক গুরুতর জখম হন। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে এসে চারটি পিকআপ আটক করে। আহত ফারুককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, খেত থেকে কেটে নেওয়া তরমুজের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় মামলা হলেও আসামিরা পাল্টা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।               -নিজস্ব প্রতিবেদক, খুলনা

 

২০ মণ হাঙ্গর জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ মণ ছোট আকারের হাঙ্গর জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জব্দ হাঙ্গর আন্ধারমানিক নদীর তীরে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। এ সময় উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম, রাবনাবাদ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেনসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ মোহনা থেকে এফবি মাহিয়া নামের একটি মাছধরা ট্রলার থেকে এসব হাঙ্গর জব্দ করে রাবনাবাদ কোস্টগার্ডের সদস্যরা। রাবনাবাদ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন জানান, জেলেদের ইলিশের জালে এই ছোট সাইজের হাঙ্গরগুলো ধরা পড়ে।         -কলাপাড়া প্রতিনিধি

 

উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল

তিতাস উপজেলায় উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল ধরার অভিযোগ পাওয়া গেছে। ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় হারায়কান্দি-কালাচানকান্দি সড়কের খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। উদ্বোধনের আগেই ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ব্রিজটি নিম্নমানের মেটেরিয়ালস দ্বারা নির্মিত হওয়ায় উদ্বোধনের আগেই ফাটল ধরেছে। মেরামত করে ব্যবহার করা হলেও যে কোনো সময় ধসে পড়তে পারে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, ‘খবর পেয়ে ব্রিজটি সরেজমিন পরিদর্শন করেছি।’

                -দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর