শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

ধানের খেতে পোকা

বাবুল আখতার রানা, নওগাঁ

ধানের খেতে পোকা

নওগাঁয় ইরি-বোরো ধান কাটা ও মাড়াইয়ের মুহুর্তে হঠাৎ করে বাদামি গাছফড়িং (কারেন্ট পোকার) আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। এমনকি কৃষি অফিসারের পরামর্শে কীটনাশক স্প্রে করে পোকা দমন করতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে জমির আধা-পাকা ধান কাটছেন তারা। ফলে ধানের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। যেখানে প্রতি বিঘা জমিতে প্রকারভেদে ২০-২২ মণ হারে ফলন হচ্ছে। অথচ কারেন্ট পোকার আক্রমণে প্রায় অর্ধেক ফলন হচ্ছে। জানা গেছে, কারেন্ট পোকা খুবই ক্ষতিকর। ধান পোকার মুহুর্তে আক্রমণ করায় ধান খেতে মাত্র দু-এক দিনের মধ্যেই গাছের রস চুষে খায়। ইতিমধ্যেই জেলার মহাদেবপুরের ভীমপুর, গণেষপুর, তেজপাইন, রসুলপুর, পিড়া ও চেরাগপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাঠে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা উপসহকারী কৃষি অফিসার ও কীটনাশক দোকানিদের পরামর্শে নামিদামি বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে জমিতে স্প্রে করেও দমন করতে পারছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ জানান, ইরি-বোরো রোপণের সেই শুরু থেকেই মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসা হয়েছে।

তবে দু-এক জায়গায় ধানের খেতে বাদামি গাছফড়িং আক্রমণ করেছে। এ জন্য নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর