শিরোনাম
মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

কাপ্তাই লেকে পোনা মাছ

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই লেকে পোনা মাছ

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র রাঙামাটি কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়েছে পোনা মাছ। গতকাল দুপুরে রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের বিপণি কেন্দ্র  ফিশারি ঘাট এলাকায় এ মাছের পোনা অবমুক্ত করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। জানা যায়, বন্ধকালীন সময় রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধি লক্ষ্যে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। কারণ রাঙামাটি কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। এ হ্রদে  প্রতি বছর প্রাকৃতিক প্রজননকৃত মাছের মধ্যে শতকরা ৩১ ভাগ কাতাল,  ১২ ভাগ রুই, শতকরা ৭ ভাগ মৃগেল ও ৫১ ভাগ কালিবাউশের প্রজনন হয়। যা দেশের সামগ্রিক মৎস্য সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তাই মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে প্রতি বছর তিন মাস হ্রদের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে বন্ধকালীন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এবার মোট ৫ মেট্রিক টনের অধিক পোনা মাছ কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে। প্রথম ধাপে ২ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়। পর্যায়ক্রমে বাকি পোনা মাছগুলোও অবমুক্ত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর