মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন শিথিলকরণ ও পেশাদার সাংবাদিকের তালিকা প্রণয়ন করার দাবিতে পটুয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেন জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম আজ স্বাধীন নয়। কথায় কথায় সাংবাদিকের নামে মামলা, সাদাকে সাদা ও কালোকে কালো বলতে গেলে তাদেরকে ভয়ভীতি দেখানো, নির্যাতন করা, এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাদেরকে হয়রানি করা হয়। সাংবাদিকরা যদি না লেখেন তাহলে সমাজের কালিমা দূর হওয়া সম্ভব নয় তাই সাংবাদিকদের সেই স্বাধীনতা দেওয়ার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে শিথিলতা আনার দাবি জানান বক্তারা। বক্তারা আরও বলেন, দেশে অনেক মিডিয়া হাউজ যাচাই-বাছাই না করে টাকার বিনিময়ে সাংবাদিক নিয়োগ দেন। আর সেসব কথিত সাংবাদিকরা চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত হন যাতে প্রকৃত সাংবাদিকগণের কর্মক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব বন্ধ করাসহ প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা এখন সময়ের দাবি। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর