মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

গ্রাম ও ফসলি জমি রক্ষায় কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের গড়ফতু ও বলদিয়াপাড়া গ্রাম এবং ফসলি জমি রক্ষার্থে আত্রাই নদীতে ড্রেজিং মেশিন দিয়ে খননকৃত বালু বিক্রি বন্ধসহ রাতের বেলা সরকারি নির্দেশনা অমান্য করে ১০ চাকা ড্রাম ট্রাক ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ও বলদিয়াপাড়া সচেতন যুব সমাজের উদ্যোগে আত্রাই নদীর চরে ওই মানববন্ধন করা হয়।  মানববন্ধনে শতগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মো. আবুল হোসেন বলেন, উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ও বলদিয়াপাড়া গ্রাম রক্ষা এবং ফসলি জমি রক্ষার্থে আত্রাই নদীতে ড্রেজিং মেশিন দিয়ে খননকৃত বালু দিয়ে নদী পাড়ে বাঁধের সৃষ্টি করা হয়েছে। সেই বালু বিক্রয় করা হলে বর্ষার সময় দুটি গ্রামসহ ফসলি জমি প্লাবিত হবে। এই বিক্রি বন্ধের দাবি করছি। সাবেক ইউপি সদস্য আলহাজ আবু বক্কর সিদ্দিক বলেন, বালু দিয়ে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

তাহলে বন্যার সময় অনেক জমি বাঁচবে। ফসল নষ্ট হবে না এবং সরকারি নির্দেশনা অমান্য করে ১০ চাকা ড্রাম ট্রাক চলাচল ও রাতের বেলা বালু উত্তোলন বন্ধের দাবি জানাই। গড়ফতু ও বলদিয়াপাড়ার মো. আশরাফুল ইসলাম সুজন বলেন, বালু এখন আমাদের গ্রামের সম্পদ, এই বালু বিক্রি হলে আত্রাই নদীতে তীব্র ভাঙন দেখা দেবে। এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাদের বলেন, ইতিপূর্বে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। তারা যদি পুনরায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর