বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাত বিরাতে মোটরসাইকেল আটকে চালককে জিম্মি করে মোটরসাইকেলসহ নগদ অর্থ ও মোবাইল লুটে নিত ছিনতাইকারী চক্রটি। পরে একটি গ্যারেজে সেই মোটরসাইকেলের রং পরিবর্তন করে পার্টস পাল্টে বিক্রি করে দিত। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাগপাড়া এলাকায় রুহুল আমিন মোল্লার বাড়ির পাশের একটি গ্যারেজ থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. সজীব  ভূইয়া ওরফে বাবু নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিত। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তোতা মেম্বারের বাড়ির ভাড়াটিয়া দুলাল ভূইয়ার ছেলে। সজীব বর্তমানে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ক্যানেলপাড় ভাড়া থাকত। সজীব ওরফে বাবুর দুই সহযোগী মো. রোমান সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি এলাকার আক্কাস আলীর ছেলে এবং মো. জাহিদ সিদ্ধিরগঞ্জ গোদনাইল ক্যানালপাড় এলাকার ইয়াসিনের ছেলে। আলআমিন সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকার মৃত. নূর উদ্দিনের ছেলে। আল আমিনের গ্যারেজেই মোটরসাইকেলের রং ও অন্যান্য পার্টস বদলানো হতো। গতকাল দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সর্বশেষ খবর