শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

সড়কের দুই পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি

সিংড়ার গোটিয়ায় প্রায় ১ কিলোমিটার সড়কের দুই পাশের শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোতালেব হোসেনের বিরুদ্ধে। তিন-চার দিন ধরে গাছ কাটছেন তিনি। মোতালেব হোসেন বলেন, ‘আমরা সরকারি রাস্তায় গাছগুলো লাগিয়েছিলাম। নিজেদের প্রয়োজনে গাছ কেটে নিচ্ছি।’ স্থানীয় চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম বলেন, ‘সামাজিক বনায়নের গাছ অন্য কারও কাটার সুযোগ নেই। তিনি কীভাবে গাছগুলো কাটছেন আমার জানা নেই।’ সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম বলেন, ‘গাছ কাটার অভিযোগ পেয়ে লোক পাঠিয়েছিলাম। গাছ যিনিই লাগান সড়কের মধ্যে বা সড়কের জায়গায় পড়লে তা সড়কের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বন বিভাগ ও স্থানীয় লোকজন জানান, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) চামারী ইউনিয়নের গোটিয়া কাঁচা রাস্তার দুই পাশে ২ শতাধিক ইউক্যালিপ্টাস গাছ লাগায়। কিছু গাছ মরে গেছে। বাকিগুলো কাটার সময় এখনো হয়নি। এলাকাবাসী হঠাৎ দেখেন মোতালেব হোসেন গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন।

সর্বশেষ খবর