শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই : জ্যাকব

ইফতার অনুষ্ঠানে বক্তৃতা করছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, যতদিন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা না যাবে ততদিন সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে না। ইসলাম হলো শান্তি, উদার, অসাম্প্রদায়িক ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। গতকাল ভোলার চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জ্যাকব বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, শান্তিপ্রিয়। এ দেশের মানুষ ধ্বংসাত্মক ও নেতিবাচক রাজনীতি সমর্থন করে না। তারা সংঘাত চায় না, সন্ত্রাস চায় না, মানুষ চায় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। সাম্প্রতিককালে ধর্মের নামে যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকুন। জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ইসলামের নামে যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বর্তমান সরকার দেশে জঙ্গিবাদ সন্ত্রাস দমন করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মোরশেদ, ইউএনও রুহুল আমিন, প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন প্রমুখ।

সর্বশেষ খবর