রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

সড়ক দুর্ঘটনায় গতকাল জয়পুরহাট, নাটোর, বরিশাল, কুড়িগ্রাম, খাগড়াছড়ি ও কক্সবাজারে সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- জয়পুরহাট : ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কাপড় ব্যবসায়ী বাবুল করিম নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা তার শ্যালক আহত হয়েছেন। জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী এলাকায় গত শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নাটোর : সকালে শহরের জজ কোর্ট এলাকায় বাস চাপায় স্কুল শিক্ষকসহ দুই পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই পথচারী গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় মৃত্যু হয়। বরিশাল : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক হেলপার নিহত ও দুজন হয়েছেন। কুড়িগ্রাম : ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম ষষ্ঠী বর্মণ (৭০)। ঘটে। খাগড়াছড়ি : বিকেলে খাগড়াছড়ি সদরের সার্কিট হাউসের সামনে সড়কের কাজ চলাকালে রোলার চাপায় এক শ্রমিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। নিহতের নাম জাফর আলী। চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক চাপায় খলিলুর রহমান (৩০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।

ভোরে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল চকরিয়া পৌরসভার পশ্চিম দিগরপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর