রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

শিশু পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সরকারি শিশু পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুদের দিয়ে পরিষ্কার করানো হয় টয়লেটের মল। এসব অভিযোগকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন মেহেরপুর শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সাইদ হোসেন।

এলাকাবাসী ও শিশু পরিবারের শিশুদের অভিযোগ, তাদের দিয়ে ড্রেন, টয়লেটের মল, শিশু পরিবার চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নসহ সব কাজ করানো হয়। এসব কাজ না করলেই শিক্ষক-কর্মকর্তারা তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। মেহেরপুর সরকারি শিশু পরিবারের পাশের একটি ভবনে কাজ করতে আসা এক শ্রমিক বলেন, এখানে কয়েক দিন ধরে কাজ করছি। প্রতিনিয়ত দেখছি শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হচ্ছে। শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বলেন, বাংলাদেশে কোথাও শিশু পরিবারে পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়নি। আমাদের নীতিমালাতেই আছে বাচ্চারা সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করবে। ড্রেন ও টয়লেটের ট্যাংকি পরিষ্কার করার বিষয়ে তিনি বলেন, ইমারজেন্সি সময়ে শিশুদের দিয়ে ট্যাংকি পরিষ্কার করানো হয়েছে।

আর প্রতি ছয় মাস পর আমরা ১০-১২ হাজার টাকা খরচ করে ড্রেন পরিষ্কার করি।

সর্বশেষ খবর