রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

সৈয়দপুরে বেহাল গ্রামীণ সড়ক

নীলফামারী প্রতিনিধি

সৈয়দপুরে বেহাল গ্রামীণ সড়ক

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়া-কাছারিপাড়া-আইসঢাল সরকারপাড়ার গ্রামীণ কাঁচা সড়কটির বর্তমানে বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে কোনো রকম মেরামত কিংরা সংস্কার না করায় এমন করুণ দশা সড়কটির।  গ্রামবাসীর পক্ষ থেকে বারবার সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কাছে সড়কটি মেরামতের জন্য বলা হলেও কোনো ফল হয়নি। ফলে সড়কটি দিয়ে যানবাহন ছাড়াও মানুষের পায়ে হেঁটে চলাচল দুষ্কর হয়ে পড়েছে। আসছে বর্ষার আগেই রাস্তাটি সংস্কার করা না গেলে উল্লিখিত তিন গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হবেন। আর দুর্ভোগের কথা চিন্তা করে গ্রামবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন। কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়া, আইসঢাল কাচারিপাড়া ও আইসঢাল সরকারপাড়া গ্রাম। নানা শ্রেণি ও পেশার কয়েক হাজার মানুষের বসবাস উল্লিখিত গ্রাম তিনটিতে। এ গ্রামগুলোর মানুষের চলাচলের জন্য কামারপুকুর ইউনিয়নের আইয়ুব পাম্প-সংলগ্ন পথিরাম ব্রিজের মোড়-সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়ক থেকে একটি কাঁচা সড়ক  উত্তর পূর্বদিকে নিজ বাড়ি পাকা সড়ক পর্যন্ত চলে গেছে। আনুমানিক তিন-চার কিলোমিটারের এ সড়ক দিয়ে প্রতিদিন উল্লিখিত গ্রামগুলোর সব শ্রেণি পেশার মানুষ এ সড়ক দিয়ে সৈয়দপুর শহর, কামারপুকুর বাজার কিংবা পার্শ্ববতী রংপুরের তারাগঞ্জ হাট ও চিকলীবাজারে যাতায়াত করেন। এ সড়কটি ব্যবহার করেন আইসঢাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। কিন্তু দীর্ঘদিনেও কাঁচা সড়কটি মেরামত কিংবা সংস্কার না করায় বর্তমানে এটি মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, আইসঢাল হাজীপাড়া থেকে নিজবাড়ি পাকা সড়ক পর্যন্ত বিস্তৃত কাঁচা সড়কটির বেহাল অবস্থা। পুরো সড়কে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর ইটভাটার জন্য মাটি ও তৈরি ইট ট্রাক, ট্রাক্টর ও ট্রলিতে বহনের জন্য মাঝে মাঝে কাঁচা সড়কের গর্তে ইটের টুকরা ফেলে চলাচলে উপযোগী করা হয়েছে।

সর্বশেষ খবর