রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

কবিগুরুর জন্মদিনে নিস্তব্ধ কাচারিবাড়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রতিবছর নানা আয়োজনে সিরাজগঞ্জে রীবন্দ্র কাচারিবাড়ীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হলেও এবার কবির ১৬০তম জন্মবার্ষিকীর চিত্র ছিল ভিন্ন। নীরব-নিস্তব্ধ ছিল কবিগুরুর প্রিয় ভূমি সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারিবাড়ী। করোনা সংক্রমণরোধে লকডাউন থাকায় ২৫ বৈশাখ জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন কোনো কর্মসূচি গ্রহণ করেনি। জানা যায়, প্রতি বছর কবিগুরুর জন্মদিনে রবীন্দ্র কাচারিবাড়ীতে ৩ থেকে ৭ দিনব্যাপী উৎসব কর্মসূচি পালন করতো জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতো কাচারিবাড়ীতে। দেশ-বিদেশের রবীন্দ্রভক্তদের মিলনমেলায় পরিণত হতো কাচারিবাড়ী প্রাঙ্গণ।

গ্রামীণমেলা বসতো স্কুলমাঠে। মেলা ঘিরে পুরো শাহজাদপুর উৎসবে মেতে উঠতো।

 করোনার প্রভাবে গত বছরও কবিগুরুর জন্মবার্ষিকীতে কোনো কর্মসূচি পালিত হয়নি। এ বছরও কাচারিবাড়ী প্রাঙ্গণে নেই কোনো উৎসব।

শাহজাদপুর উপজেলা সাবেক আইনজীবী সমিতির সভাপতি ও বাসদ সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে ভার্চুয়ালভাবে হলেও শাহজাদপুরে বিশ্বকবির জন্মজয়ন্তী পালন করা উচিত ছিল। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, এ বছর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি।

সর্বশেষ খবর