সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার উপহারে সবাই খুশি

ময়মনসিংহ প্রতিনিধি

বসুন্ধরার উপহারে সবাই খুশি

সালেহা খাতুনের বয়স ৮০ বছর। কষ্টের জীবন। এই বৃদ্ধা বসুন্ধরার খাদ্য উপহার পাওয়ার জন্য একটি স্লিপ পেয়েছিলেন কাউন্সিলর শফিকুল ইসলাম শফিকের পক্ষ থেকে। সবার আগে এ বয়োবৃদ্বাকে বসুন্ধরার পক্ষ থেকে খাদ্য উপহার তুলে দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে কেমন লেগেছে জানতে চাইলে বলেন, ‘বাজান আমি খুব খুশি’। সালেহা খাতুনের মতোই বসুন্ধরার উপহারসামগ্রী পেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন প্রায় ৪০০ মানুষ। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, করোনার এই দুঃসময়ে বসুন্ধরার এমন সহযোগিতার কথা মানুষ মনে রাখবে। বসুন্ধরার এমন মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। সিটি করপোরশনের কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, ‘আমার এলাকাটি পশ্চাৎপদ। আজ তাদের পাশে বসুন্ধরা গ্রুপ দাঁড়িয়েছে।’ শুধু ময়মনসিংহ নগরীতেই নয়, একই দিনে ময়মনসিংহের ত্রিশাল ও নান্দাইল উপজেলায়ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, ডাল, সেমাই, বুট ও সয়াবিন তেল। রবিবার বিকালে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এসব ঈদসামগ্রী বিতরণ করেন ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবদুল মতিন সরকার। নান্দাইল : গতকাল দুপুরে নান্দাইল উপজেলার সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ৩০০ হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়েছে চাল, ডাল, লবণ, তেল, চিনি, সেমাই ও খেজুর। স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর