বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম আকাশচুম্বী

মাদারীপুর প্রতিনিধি

নিত্যপণ্যের দাম আকাশচুম্বী

রমজান ও চলমান লকডাউনের কারণে মাদারীপুরের নিত্যপণ্যের বাজারে বিরাজ করছে উত্তাপ। বেগুন, শসা, করলা, ঢেঁড়স, গাজর, পটোল ও লেবুর দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বাজারে পণ্য সরবরাহের অভাব দেখিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। সবজি বাজার ঘুরে দেখা গেছে, মান ও বাজারভেদে বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। গত সপ্তাহে বাজারে বেগুনের কেজি ছিল সর্বোচ্চ ৩৫-৪০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। গত সপ্তাহে এক কেজি শসার দাম ছিল ৩০ টাকা। গতকাল প্রতি কেজি শসা সর্বনিম্ন বিক্রি হয়েছে ৭০ টাকা দরে। এ ছাড়া মোটামুটি মানের লেবু হালিপ্রতি সর্বনিম্ন ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পটোলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। গত সপ্তাহে কেজি প্রতি ছিল ৪০ থেকে ৫০ টাকায়। বরবটির দাম কেজিপ্রতি বেড়েছে ১০-১৫ টাকা। বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ঢেঁড়সের মূল্য বেড়েছে কেজিতে ৪০ টাকা। বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। এ ছাড়া শিম ৬০ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, টমেটো কেজিপ্রতি ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।  ব্রয়লার মোরগের কেজি বেড়ে দাঁড়িয়েছে ১২৫-১৩৫ টাকায়। নতুনবাজারে বাজার করতে আসা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আনোয়ার হোসেন জানান, গত জানুয়ারির প্রথম দিকে যে ব্রয়লার মুরগি প্রতি কেজি ছিল ১২০ টাকা। দফায় দফায় দাম বেড়ে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

তিনি বলেন, গত সপ্তাহে প্রতি কেজির দাম ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। কিন্তু এ সপ্তাহে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা দাম বাড়ানো হয়েছে। ইটেরপুল বাজারে খেজুর কিনতে আসা আলহাজ আবদুল বারী মুন্সী জানান, সাধারণ মানের খেজুর, যা গত বছর প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা দিয়ে কিনেছেন। এবার ১৫০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে গত এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৪ টাকা। মোটা চাল কিনতে হচ্ছে প্রতি কেজি ৫২ টাকা দরে। এক সপ্তাহ আগে এ চালের দাম ছিল ৪৮ টাকা কেজি। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকায়। যা সাত দিন আগে ছিল ৬৪ থেকে ৬৫ টাকা। পাইজাম চাল বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি, যা সাত দিন আগে ছিল ৫৬ টাকায়। বাজারে মসলা জাতীয় পণ্যের মধ্যে প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে সাড়ে ৩ হাজার টাকায়। যা সাত দিন আগে ছিল ৩ হাজার টাকায়। এক সপ্তাহে এ পণ্যটির দাম বেড়েছে কেজিতে ৫০০ টাকা। এ ছাড়া শুকনা মরিচ ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সাত দিন আগে এ মরিচের দাম ছিল ২৮০ টাকা। আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। যা সাত দিন আগে ছিল ১১০ টাকা।

সর্বশেষ খবর