বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী

দিনাজপুর প্রতিনিধি

বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী

দিনাজপুরের ফুলবাড়ীর দামারমোড় এলাকায় বিটুমিন মিস্কিং প্লান্টের বিষাক্ত ধোঁয়া, ধুলাবালি ও বিটুমিন পোড়ানোর দুর্গন্ধে চরম দুর্ভোগে ওই এলাকার পথচারীসহ গ্রামবাসী। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের দামারমোড় এলাকার ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নীরব অভিযোগ স্থানীয়দের। প্রতিকার করেও দুর্ভোগ না কমায় ফুঁসছে এলাকাবাসী। অপরদিকে প্লান্টের বিষাক্ত ধোঁয়া, ধুলাবালি ও বিটুমিন পোড়ানোর ধোঁয়া-অ্যাশ পড়ে পাশের জমির ধান গাছ পুড়ে গেছে। কালো ও ফ্যাকাসে হয়েছে সবুজ ধানের ক্ষেত।  জানা যায়, ফুলবাড়ী উপজেলার চিন্তামন থেকে দেশ মা হাট সড়কের সম্প্রসারণ কাজ চলছে। ওই সড়কের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে দামারমোড় বাজারের ৩০০ গজ পূর্ব প্রান্তে ফসলি জমির পাশে। সেখানেই বিটুমিন পোড়ানো ও মিস্কিংয়ের কাজ করা হচ্ছে। পরে মিস্কিং পাথর ট্রলিতে করে দেশমা হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই রাস্তার কাজের ঠিকাদার জয়পুরহাটের ইফান এন্টার প্রাইজ বলে জানায় উপজেলা প্রকৌশল অফিস। বেতদিঘী ইউপির এলাকাবাসী তৌহিদুজ্জামান রাসেল, চিন্তামন থেকে দেশমা হাট সড়কের উন্নয়ন কাজের জন্য দামারমোড় বাজারের তিনশ গজের মধ্যেই দামাড়মোড়-পুখুরী সড়কের ওপর বিটুমিন মিস্কিং প্লান্ট মেশিন বসানোসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। সড়ক সম্প্রসারণ করতে বিটুমিন পোড়ানোসহ মিস্কিং প্লান্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু রাখা হয়। তখন প্লান্টের বিষাক্ত ধোঁয়া, পাথরের ধুলাবালি ও বিটুমিন পোড়ানোর গন্ধে এই রাস্তা দিয়ে চলাচল তো দূরের কথা বাজারেও ঠিকমতো থাকা যায় না। এলাকার উন্নয়ন কর্মকান্ড বন্ধ হয়ে যাওয়ার ভয়ে দুর্ভোগে পড়লেও প্রতিবাদ করতে ভয় পায় সবাই। ওই রাস্তার মানুষগুলো বেশি অর্থ ব্যয় করে আটপুখুরহাট দিয়ে ঘুরে জরুরি কাজ করছেন। ক্ষতিগ্রস্ত জমির মালিক মোতাহার হোসেন বলেন, ওই নির্মাণকাজের কালো ধোঁয়া ও ধুলাবালিতে জমির ফসল প্রায় কালচে হয়ে এসেছ। তবে ঠিকাদার আমার জমির নষ্ট হওয়া ফসলের কিছু ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। ফুলবাড়ীর বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আবদুল কুদ্দুস জানান, সড়ক সম্প্রসারণ কাজ চলছে।

যাদের জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ ওই ঠিকাদার দিবে বলে কৃষকদের বলেছেন। ওই ধোঁয়া ও ধুলাবালিতে সাময়িক কিছু সমস্যা হলেও এলাকার স্বার্থে সবকিছুই মেনে নিতে হবে। ফুলবাড়ী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ওই রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে আর কিছু কাজ করলেই কাজ শেষ হয়ে যাবে।

সর্বশেষ খবর