বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

হিলিতে সবজির দাম দ্বিগুণ

হিলি প্রতিনিধি

হিলিতে সবজির দাম দ্বিগুণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারা দেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। আর এ লকডাউনে হিলি বন্দরের বিভিন্ন হাটবাজারে দ্বিগুণের চেয়েও দাম বেড়েছে সব ধরনের সব্জির। হঠাৎ দাম বেড়ে ওঠায় বিপাকে পড়েছে নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষের। এদিকে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান হিলি বাজারের সবজি ব্যবসায়ীরা। হিলির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লকডাউনের আগে প্রতিটি সবজির দাম যা ছিল, সরবরাহ কম অজুহাতে দ্বিগুণ বেড়েছে সব ধরনের সবজির দাম। ৩০ টাকা কেজি দরের বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৮ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা ও ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, ঢেঁরস ছিল ২৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়াও ১০ টাকা পিচের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সবধরনের সবজির দাম দ্বিগুণ বেড়েছে। সবজি কিনতে আসা ভ্যান চালক আসাদুল বলেন, লকডাউনের কারণে তেমন কামাই রোজগার নেই। এদিকে বাজার করতে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরিব মানুষ দিন খাটি, দিন খায় এভাবে সবজির দাম বাড়লে আমরা পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচব। ক্রেতা আমেনা বেগম বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি। হঠাৎ এতো দাম বাড়লে, আমরা সাধারণ মানুষ কি ভাবে চলব? উপজেলা প্রশাসনের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি। হিলি বাজারে খুচরা ব্যবসায়ী রানা বলেন, লকডাউনে সব সবজির দাম বেড়ে গেছে। দাম বেশি হওয়ায় ক্রেতাদের সঙ্গে কথা বেশি বলতে হচ্ছে। পাইকারি সবজি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। আর চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, বাজারেও বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি পড়ছে সবকিছু মিলিয়ে আমাদের বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ খবর