সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

আঙুল কেটে নিল প্রতিপক্ষ

ফরিদপুর প্রতিনিধি

আঙুল কেটে নিল প্রতিপক্ষ

‘আমি ওদের ধর্মের ভাই ডাকি, হাত পা ধরে মাফ চাই’, আল্লাহ রাসুলের দোহাই দেই তারপরও ওদের কোনো দয়া হয়নি। ওরা আমাকে কুকুরের মতো পিটিয়ে অজ্ঞান করে ভ্যানে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখে। এরপর ওরা আমার ডান হাতের একটি আঙ্গুল কেচি দিয়ে কেটে ফেলে। এরপর ওরা আমার পকেটে কয়েকটি ইয়াবা রাখে। মোবাইল ফোন দিয়ে ভিডিও করে তা ছড়িয়ে দেয়। ভাংগা হাসপাতালে চিকিৎসাধীন থাকা রফিকুল ইসলাম রফিক গত শনিবার রাতে কান্নাজড়িত কণ্ঠে এ প্রতিবেদকের কাছে তার উপর লোমহর্ষক নির্যাতনের বর্ণনা করছিলেন। ফরিদপুরের ভাংগা উপজেলার চুমুরদী গ্রামের নুরুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম রফিক। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। থাকেন ঢাকায়। ঈদের রাতে গ্রামের বাড়িতে গেলে তার উপর নির্মম নির্যাতন চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা রফিককে হাতুড়ি, লোহার রড, কাঠের বাটাম দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পিটুনির কারণে অজ্ঞান হবার পর হাতের আঙ্গুল কেটে নেওয়া হয়। রফিক জানান, গত বছর ভিজিএফ এর চাল নিয়ে তার গ্রামের ওয়ার্ড মেম্বার গিয়াসের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। গিয়াস মেম্বার ভিজিএফ এর চাল আত্মসাৎ করে ধরা পড়ে। এর পেছনে রফিকের হাত ছিল বলে সন্দেহ করে গিয়াস মেম্বার। সম্প্রতি কুমার নদের মাটি কাটা শুরু হয়। সরকারিভাবে কাটা এ মাটি গিয়াস মেম্বারসহ তার দলের কয়েকজন তা বিভিন্ন জনের কাছে বিক্রি করতে থাকে। এতে রফিক বাধা প্রদান করে। এতেই ক্ষিপ্ত হয় গিয়াস মেম্বার, আরজু শেখ কিরনসহ কয়েকজন। মাটি কাটা নিয়ে বিরোধের জেরে গত ১ মে হামলার ঘটনা ঘটে। হামলায় রফিকের পক্ষের বাদল মাতুব্বরের লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলার পর প্রতিপক্ষের লোকজনের হুমকিতে গ্রাম ছাড়তে বাধ্য হয় কয়েকটি পরিবার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর