সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজের ধানখেতে কাজ করার সময় রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। তার নাম কাজী আবুল কাশেম (৬৫)। উপজেলার ত্রিপুরা সুন্দরী গ্রামে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজের ধানখেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে কাজী মো. মহসিন বলেন, সকালে ত্রিপুরা সুন্দরী পাহাড়ি এলাকায় কৃষিজমিতে কাজ করতে যান তার বাবা। হঠাৎ ১২ থেকে ১৫টি বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করলে একটি হাতির পায়ে পিষ্ট হন তিনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আমার বাবাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি বলেন, সকালে কৃষক কাজী আবুল হাশেম তার ধানখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একদল বন্য হাতি তাকে আক্রমণ করে বসে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

 

সর্বশেষ খবর