শিরোনাম
সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

পুলিশ পরিচয়ে ডাকাতি

লুণ্ঠিত মালামালসহ ট্রাক জব্দ করেছে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে আবদুল মোনেম কোম্পানি লিমিটেডের বেইজ ক্যাম্পে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে প্রায় ৪০ লাখ টাকার মালামাল। ডাকাতদের হামলায় ওই ক্যাম্পের পাঁচ নিরাপত্তা কর্মী আহত হন। পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার রাতে লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ঝালকাঠির নলছিটি থানার হাবিব খলিফার ছেলে রাজিব মিয়া, নেত্রকোনার খালিয়াজুড়ি থানার সামছু আহম্মেদের ছেলে রাজু ওরফে বাতেন ও মুন্সীগঞ্জের গজারিয়া থানার মনু মিয়ার ছেলে শাহিন মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় আবদুল মোনেম কোম্পানি লিমিটেডের বেইজ ক্যাম্পে এ ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে করোনাভাইরাসের বিষয়ে কথা বলে ওই ক্যাম্পের ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ যেতে না যেতে পুলিশ পরিচয়ে আরও প্রায় ৩০ জন ক্যাম্পে প্রবেশ করে। পরে তারা ক্যাম্পের ভিতরে ঢুকে করোনা পরিস্থিতির বিষয়ে আলোচনা করার কথা বলে নিরাপত্তা কর্মীদের একটি কক্ষে একত্রিত হতে বলে। তাদের কথা বিশ্বাস করে ক্যাম্পের মেকানিকাল ওয়ার্কসপ কক্ষে একে একে উপস্থিত হলে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা ধারালো চাকু, রামদা, চাপাতি, ছুরি, স্টিলের পাইপ, লোহার রডসহ দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে ডাকাতরা জিম্মি করা নিরাপত্তা কর্মীদের মারধর করে। এ সময় নিরাপত্তা কর্মীদের নিচের দিকে মাথা নুয়ে থাকতে বলে। মাথা উঠালে কুপিয়ে মাথা কেটে ফেলা হবে বলেও বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর