সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

ইউপি সদস্যের হাড় ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের   রাধানগরে ইউপি সদস্য ইব্রাহিম এর ওপর  হামলার ঘটনা ঘটেছে। ঈদের দিন সকালে এই হামলার ঘটনা ঘটে। আহত ইব্রাহিম কালাপাহাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  সদস্য। জানা গেছে,  ঈদের দিন সকালে ইব্রাহিম মেম্বারের ভাগিনা ইয়াসিন ও হাবিবুল্লাহর ছেলে কামরুলের মধ্যে তর্ক-বিতর্কের জেরে পায়ের হাড় ভেঙে দেয় সন্ত্রাসীরা।

সংঘর্ষ সৃষ্টি হলে তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধান করবেন বলে আশ্বস্ত  করেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর উভয় পক্ষ দুপুরে পুনরায়  সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন ইউপি সদস্য ইব্রাহিম হাবিবুল্লাহর বাড়িতে গিয়ে  তাদেরকে শান্ত  করতে  চেষ্টা করলে দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুল্লাহ, রশিদ, সওদাগর ও আউয়াল তাকে টেঁটাবিদ্ধ ও ছুির দিয়ে গুরুতর আহত করেন। হামলায় ইব্রাহিমের  হাঁটুর হাড়  ভেঙে যায়। উপর্যুপরি হামলায় শরীর রক্তাক্ত করে।  জোরপূর্বক তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। এই সময় আহত ইব্রাহিমের ডাক চিৎকারে আশপাশের  লোকজন এসে তাকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায়  তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ইব্রাহিমের শ্যালক বাতেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর