সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

স্বামীর হাতে স্ত্রী খুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঈদের ছুটিতে বিবি ফাতেমা নামে এক স্ত্রীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী আলম সবুজকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত কোনো এক সময় নিমাইকাশারী এলাকায় এ ঘটনাটি ঘটে। অপরদিকে সিদ্ধিরগঞ্জের আইলাড়া থেকে রুমা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমা আক্তারের বান্ধবী টুম্পাকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে রুমার লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার (ঈদের পরের দিন) ভোরে গোদনাইলের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ঈদের আগের দিন বৃহস্পতিবার গভীর রাত থেকে ঈদের দিন শুক্রবার ভোর পর্যন্ত কোনো এক সময় নিমাইকাশারী এলাকায় বিবি ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ভোরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাাতলের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেছে। পুলিশ অভিযুক্ত স্বামী আলম সবুজকে নোয়াখালী থেকে শনিবার রাতে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জে নিয়ে আসা হয়েছে।  ওসি আরও জানান, ঈদুল ফিতরের দিন শুক্রবার রাতে রুমা আক্তার তার বান্ধবী টুম্পার গোদনাইলের আইলাপাড়ার বাসায় বেড়াতে যায়। শনিবার ভোর ৪ টার দিকে রুমা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি ড্যান্স একাডেমিতে রুমাসহ তার বান্ধবী ঈদের দিন রাতে মদ পান করে। সেখানে রুমা অসুস্থ হয়ে পড়ে। পরে তার বান্ধবী টুম্পা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রুমার মা লাশ সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়। রুমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর রুমার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় টুম্পাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর