বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

বাবুল আখতার রানা, নওগাঁ

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ছোট নদীর ওপর নির্মিত সেতু ভেঙে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। দুই মাস আগে বালুবাহী ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতু ভেঙে পড়ে। এরপর থেকে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। দ্রুত নতুন করে সেতু তৈরির দাবি এলাকাবাসীর। জানা  গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রজাকপুর ও শেখপুরা মহল্লার মাঝ দিয়ে বয়ে গেছে ছোট নদী। নদীর উত্তর পাশে শেখপুরা ও দক্ষিণ পাশে রজাকপুর মহল্লা। প্রায় ৫০ বছর আগে ছোট নদীর উপর একটি সেতু তৈরি করে দুই মহল্লাকে যুক্ত করেছে। শহরের তুলশিগঙ্গা থেকে ওই সেতুর উপর দিয়ে বাইপাস সড়কে চলাচল করা হয়। যেখানে প্রতিদিনি ওই রাস্তা দিয়ে ট্রাক, ট্রাক্টর, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে বয়সের ভাওে সেতুটি দুর্বল হয়ে পড়ে। গত দুই মাস আগে বালুবাহী ট্রাক ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। নদীর দুই পাড়ের বাসিন্দা ও স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করা হয়। এতে প্রায় ১২-১৫ হাজার টাকা খরচ হয়। অস্থায়ী সেতুর উপর দিয়ে ভ্যান ও অটোরিকশাসহ অন্য যান চলাচল করতে পারলেও ভারী যান চলাচল করতে পারে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মহল্লাবাসীদের। শেখপুরা মহল্লার বাসিন্দা পাইলট, শিবলি ও রজাকপুর মহল্লার নাজিম ও ফারুক হোসেন বলেন, সেতুটি অনেক পুরনো এবং ঝুকিপূর্ণ।

দুই মাস আগে বালুাবাহী ট্রাক যাওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এতে এক সপ্তাহ নদীর দুই পাড়ের বাসিন্দাদের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। যদিও যাওয়ার প্রয়োজন হয় তাহলে প্রায় আধাকিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হতো। নওগাঁ পৌরসভা মেয়র নজমুল হক সনি বলেন, সেতু নিয়ে চেষ্টা আছে। করোনার কারণে অফিস বন্ধ থাকায় কাজের গতি ধীর হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রস্তাবনা পাঠানো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর