বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

মহাসড়কে তিনগুণ বেশি ভাড়া গুনছেন যাত্রীরা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঈদ শেষে এখন রাজধানীমুখী মানুষের স্রোত বেড়েই চলছে। ঈদের ছুটি শেষে কর্মজীবী হাজারও নারী-পুরুষ সপরিবারে যে যেভাবে পারছেন ছুটছেন নিজ নিজ গন্তব্যস্থলে। করোনাভাইরাসের কারণে গণ-পরিবহন বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই দূরপাল্লার যাত্রীবাহী বাস। তারপরে ও ঝুঁকি নিয়ে পিকআপ, সিএনজি মহেন্দ্র বা লোকাল বাসে পূর্বের চেয়ে তিন-চারগুণ  বেশি ভাড়া দিয়ে ছুটছেন ঢাকার দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি-ইলিয়টগঞ্জ, গৌরীপুর, দাউদকান্দির বলদাখাল বড় বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে হাজারও মানুষের জটলা। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস না থাকলেও এ উপজেলার তিনটি স্থানে মাইক্রো, বাস, পিকআপ ও মালবাহী ট্রাকে করে ঝুঁকি নিয়ে গন্তব্য রওয়ানা হয়েছেন হাজার হাজার মানুষ। এসব মানুষের ভিড়ে কতিপয় অসাধু ব্যবসায়ী গৌরীপুর মোড় ও দাউদকান্দি বলদাখালে অতিরিক্ত টাকায় দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও সাইনবোর্ডের যাত্রী বোঝাই করছেন। সাধারণ মানুষ পড়ছেন বিপাকে। দাউদকান্দি থেকে ঢাকায় জনপ্রতি খরচ হচ্ছে ৬০০ টাকার ঊর্ধ্বে।  অনেক যাত্রীর কাছে গন্তব্য স্থানে যাওয়ার মতো অতিরিক্ত টাকা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা এ প্রচণ্ড রোদে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।

সর্বশেষ খবর