বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

ই-দরপত্রের পরিবর্তে ম্যানুয়েলে আহ্‌বানে উত্তেজনা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ই-দরপত্রের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে দরপত্র আহ্‌বানের ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আজ (বৃহস্পতিবার) দরপত্র বাক্স খোলার দিন নির্ধারণ থাকলেও গতকাল বিকাল থেকেই এলজিইডি ও তার আশপাশের এলাকায় পাহারা বসিয়েছে সরকারদলীয় ক্যাডাররা। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় এলজিইডি ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী। জানা গেছে, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত রাখতে ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ই-জিপি। অথচ লালমনিরহাট এলজিইডি প্রায় সাড়ে ১৩ কোটি টাকার একটি কাজের দরপত্র আহ্‌বান করেছে ম্যানুয়াল পদ্ধতিতে। যার অর্থায়ন করছে ইসলামিক উন্নয়ন ব্যাংক। আর ম্যানুয়াল পদ্ধতির এই সুযোগকে কাজে লাগিয়ে সমঝোতা, পেশি শক্তি বা টাকার বিনিময়ে কাজটি বাগিয়ে নিতে লালমনিরহাটে শুরু হয়েছে প্রভাবশালীদের দৌড়ঝাঁপ। এ দরপত্রকে কেন্দ্র করে সংঘর্ষ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে।

সর্বশেষ খবর