সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাহেদের বাড়ি থেকে বিপুলসংখ্যক দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় শীর্ষস্থানীয় সন্ত্রাসী রনিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শনিবার দিবাগত গভীর রাতে ইয়ারপুর ঘোষবাগ এলাকার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাহেদের বাড়ি থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে সড়কি, ঢাল, চাইনিজ কুড়াল, রামদা এবং দেশি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, ইয়ারপুর ইউনিয়নে প্রায়ই দেশি অস্ত্র ঢাল-সড়কি, রামদা ও তরবারি নিয়ে দাঙ্গা বাধে। এলাকায় আধিপত্য বিস্তারে এসব অস্ত্র ব্যবহার করা হয়। এতে হতাহত, বাড়িঘর-ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে আসছে দীর্ঘদিন ধরে। এমন দাঙ্গার জন্য ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাহেদের বাড়িতে বিপুলসংখ্যক দেশি অস্ত্র মজুদ ছিল।           -সাভার প্রতিনিধি

 

ইটভাটার দেয়াল ধসে তিন শ্রমিক নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই ভাইসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার মদিনা ব্রিক্সে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। আহতদের রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কমলনগর উপজেলার বাসিন্দা আলতাফ মাঝির ছেলে বেলাল ও ফারুক এবং রাকিব। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ব্যবসায়ী আমীর হোসেনের মদিনা ব্রিক্সে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ চিমনির পাশে অবস্থিত ভাটার দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বেলাল ও ফারুক মারা যান। আহত হন রাকিব, হেলাল, আরমানসহ আরও আটজন শ্রমিক। পরে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাকিবকে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে ছুটে গেলে তারা বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। -লক্ষ্মীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর