সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় আমের বাম্পার ফলন

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁয় আমের বাম্পার ফলন

ফলের রাজা আম পাল্টে দিয়েছে নওগাঁ জেলার সীমান্তঘেঁষা প্রাচীন বরেন্দ্রভূমির সভ্যতাকে। এককালের ঠাঁ ঠাঁ বরেন্দ্র অঞ্চল সাপাহার, পোরশায় এবারে আমের বাম্পার ফলনেরও সম্ভাবনা রয়েছে বলে কৃষি দফতর ও বাগান মালিকরা জানান। গত বছরের করোনায় আমের ক্ষতি এবারে অনেকটায় পুষিয়ে নিতে পারবে বলেও ধারণা আমচাষিদের। জেলার সীমান্তঘেঁষা সাপাহার ও পোরশার বাগানে বাগানে ঝুলন্ত আমের দোল খাওয়া যেন এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে। সাপাহার ও পোরশার আমচাষি তছলিম উদ্দীন, রাশেদ, রইচ উদ্দীন, ওমর আলী, দেলোয়ার হোসেন, মমিনুল হক, শাহজাহান আলী, জাহাঙ্গীর আলমসহ আমচাষিরা জানান, এ বছর আমের গুঁটি হওয়ার সময় ব্যাপক হারে প্রতিটি বাগানে আকস্মিক এক শোষক পোকার আক্রমণ ঘটে। দিশাহারা হয়ে যান বাগান মালিকরা। ওষুধের পর ওষুধ প্রয়োগ করেও কিছুতেই এই পোকার আক্রমণ ঠেকাতে না পেরে হতাশ হয়ে পড়েন। অবশেষে আম একটু বড় আকার ধারণ ও অম্বলত্ব বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিগতভাবেই এই পোকার আক্রমণের হার অনেকাংশে কমতে শুরু করে। এক সময় নিঃশেষ হয়ে যায়। তবে এই শোষক পোকার আক্রমণ ঠেকাতে প্রতিটি বাগান মালিকদের অতিরিক্ত অর্থ খোয়াতে হয়েছে। ফলে কিছুটা হলেও এবারে আমের উৎপাদন খরচ একটু বেশি হয়েছে বলেও বাগান মালিকরা জানান। বর্তমান সময় পর্যন্ত এলাকার প্রতিটি বাগানে ব্যাপক হারে আম রয়েছে বলে আমচাষিরা জানান। উপজেলা কৃষি দফতর ও অভিজ্ঞজনদের ধারণা, প্রতি শ্রেণির আমের হারভেস্টিং সময় পর্যন্ত আবহাওয়া আমচাষিদের অনুকূলে থাকলে ও আমের বাজার ভালো থাকলে এবার এই জেলায় আমের বাম্পার ফলনসহ অধিক হারে লাভবান হবেন আমচাষিরা। সাপাহার উপজেলা কৃষি দফতর ও নওগাঁ জেলা কৃষি অধিদফতরের কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, সারা নওগাঁজুড়ে যে আম উৎপাদন হয় তার সিংহভাগ উৎপাদন হয়ে থাকে সীমান্তঘেঁষা সাপাহার ও পোরশা উপজেলায়। এই জেলায় যতগুলো আম উৎপাদন হয়ে থাকে তার মধ্যে ৬০ ভাগ আম্রপালি ও বাকি ৪০ ভাগ ফজলি, নাক ফজলি, ল্যাংড়া, ক্ষীরশাপাত, হিমসাগরসহ অন্য প্রজাতির আম। গত বছর আমের সিজনে জেলায় সর্বমোট ২৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছিল এবং ওই সিজনে এ জেলায় প্রায় দেড় হাজার কোটি টাকার আমের বাণিজ্য হয়েছিল। তবে এবারে আমের ফলন ও চাষাবাদের পরিধি বৃদ্ধি পাওয়ায় গত বছরের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এ ছাড়া সারা জেলার আম ক্রয়-বিক্রয়ের জন্যও সর্ববৃহৎ আমের মার্কেট গড়ে উঠেছে জেলার সাপাহার উপজেলায়। আগামী ২৫ নওগাঁ জেলায় আম সংগ্রহের উদ্বোধন সাপাহারেই অনুষ্ঠিত হবে বলে জানান সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। আম ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই সাপাহার উপজেলায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আমের আড়তঘর নির্মাণে আড়ত মালিকরা ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে ফলের রাজা আম জেলার সব মানুষের ভাগ্যের চাকা খুলে দিয়েছে। নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এক ভার্চুয়াল বক্তব্যে জেলায় যাতে আম ক্রয়-বিক্রয়ে আমচাষিসহ কোনো ব্যাপারী কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর