বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

দেবে গেছে স্কুল ভবন

চাঁদপুর প্রতিনিধি

দেবে গেছে স্কুল ভবন

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ চর কোড়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের মেঝে সম্পূর্ণ ধসে দেবে গেছে। এ নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তাদের দাবি ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

হাইমচর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ চরকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পিইডিপি-৩ এর আওতায় চারতলা ভিতের ওপর দ্বিতল ভবন নির্মাণে ২০১৬ সালের ডিসেম্বরে দরপত্র আহ্‌বান করা হয়। স্থানীয় ঠিকাদার জিএম জাহিদ হোসেন ২০১৮ সালের ৫ জুন কাজটি সম্পন্ন করে হস্তান্তর করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফাহিমা বেগম বলেন, ভবনটি যেভাবে নির্মাণ করার কথা ছিল, সেভাবে মানসম্পন্নভাবে করা হয়নি। যার ফলে পশ্চিম পাশের কক্ষ ধসে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রধান শিক্ষক পুতুল রানী বলেন, আমার পিয়ন গত ৮ মে স্কুল খুলে দেখে একটি কক্ষের মাটি সম্পূর্ণ দেবে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কমিটিকে জানাই। তারা সরেজমিনে দেখে স্কুলের শ্লিপ ফান্ড থেকে কাজ করার কথা বলেন। তবে পুনরায় মাটি দিয়ে ভরাট করলেও ভবনটি যেকোনো সময় দেবে যেতে পারে। উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন বলেন, প্রধান শিক্ষক ফোন করে ভবনটি ধসের কথা জানালে সহকারী শিক্ষা অফিসারকে সেখানে পাঠাই। তিনি ঘটনার বর্ণনা ও ছবি আমাকে পাঠিয়েছেন। ছবি দেখে আমি তা মেরামত করার কথা বলেছি। উপজেলা প্রকৌশলীকে ভবনটি দেখে ভিতে কোনো সমস্যা হয়েছে কিনা তাও জানাতে বলেছি। উপজেলা প্রকৌশলী সমীর কুমার পালিত বলেন, ভবন নির্মাণ ও হস্তান্তরের সময় আমি এখানকার দায়িত্বে ছিলাম না। কি কারণে ফ্লোরটি দেবে গেছে, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঠিকাদার জিএম জাহিদ হোসেন বলেন, এতো বছর আগে কাজ করেছি। ফ্লোরের নিচ থেকে বালু সরে সিসি ঢালাইটি দেবে গেছে। ক্ষুদ্র মেরামতের ফান্ড থেকে আমরা কাজটি করে দেব। ভবনের ফাউন্ডেশনের কোনো ক্ষতি হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর