বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

ত্রিভুজ প্রেমের কারণে খুন হন ইমন

মাদারীপুর প্রতিনিধি

ত্রিভুজ প্রেমের কারণে খুন হন ইমন

মাদারীপুরে ত্রিভুজ প্রেমের কারণেই গলা কেটে হত্যা করা হয় শিক্ষার্থী ইমনকে। গত ঈদুল ফিতরের দিন নদের পাড়ে ডেকে নিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় কথিত প্রেমিকা লাবণী আক্তারসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।  সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৫ মে মাদারীপুরের শিবচরের চর-বাঁচামারা গ্রামের আড়িয়াল খাঁ নদ থেকে শিক্ষার্থী ইসমাইল হোসেন ইমনের গলা কাটা মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। পরদিন পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় হত্যা মামলা করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয় শিবচর উপজেলার উত্তরচর তাজপুর গ্রামের আলমগীর চৌধুরীর মেয়ে কথিত প্রেমিকা লাবণী ও তার সহযোগী দত্তপাড়া খাড়াকান্দি গ্রামের মনসুর ফরাজীর ছেলে মেহেদীকে। মাদারীপুর গোয়েন্দা পুলিশের ওসি আল মামুন জানান, হত্যায় ব্যবহৃত ছুরি এবং ইমনের হাতঘড়ি-মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে ইমনের সঙ্গে পরিচয় হয় লাবণীর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়। তখন অন্তরঙ্গ ছবি তোলেন দুজনে। পরে লাবণীর সঙ্গে পরিচয় হয় কামরুজ্জামান কামরুল নামে এক যুবকের। এরপর থেকে ইমনের মুঠোফোনে থাকা ছবি মুছে ফেলতে বলেন লাবণী। ছবি মুছে না ফেলার কারণেই ঈদের দিন বিকালে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলা কেটে ইমনকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর