বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

দুই বছর ধরে সেতুটি ভাঙা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুই বছর ধরে সেতুটি ভাঙা

বগুড়া পৌর এলাকায় ধরমপুর-মাটিডালী সড়কে সুবিল খালের ওপর সেতু ভেঙে দুই বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। একটি সেতুর কারণে এলাকাবাসীকে প্রায় ৪ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। সেতুটি পৌর এলাকার মধ্যে হলেও দীর্ঘদিনেও কেউ সংস্কার করেননি। সেতু না হওয়ায় ১০ এলাকার ২৫ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী সেতুটি অতি দ্রুত নির্মাণ দাবি করেছেন। এদিকে সেতু নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  জানা যায়, জেলা শহরের ধরমপুর-মাটিডালী এলাকায় রয়েছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, এই সংযোগ সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক, ছোট যানবাহনসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করতেন। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শহরের বিসিক শিল্পনগরীর কারখানায় কর্মরত সহস্রাধিক শ্রমিক এই সড়ক দিয়েই স্বল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতেন। বর্তমানে সেতুটি ভেঙে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর অপর পাশে স্থানীয়দের পারিবারিক গোরস্তান ও ঈদগাহ মাঠ রয়েছে। ভাঙা সেতুর পাশে কাঠ দিয়ে তৈরি বিকল্প সেতুটিও নড়বড়ে। কোনোমতে স্থানীয়রা হেঁটে চলাচল করছেন। প্রায় দুই বছর  পৌর এলাকায় ধরমপুর-মাটিডালী সড়কে সুবিল খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে জানায়। জানানোর পরেও দুই বছর পেরিয়ে গেছে। কাজের কাজ কিছুই হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর