বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

টানা পাঁচ ঘণ্টা অন্ধকারে রূপগঞ্জ

রূপগঞ্জ প্রতিনিধি

সোমবার রাতে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ছিল রূপগঞ্জের বিশাল একটি অংশ। এ সময় প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা ছিল কয়েক লাখ মানুষের। পল্লী বিদ্যুতের রূপগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলোয় অব্যাহত লোডশেডিং হচ্ছে। আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে।  বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, রূপগঞ্জে বিদ্যুতের ঘাটতি নেই। অনেক সময় পোল মেরামতসহ নানা কারণে বিদ্যুৎ বন্ধ রাখতে হয়। জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর পৌনে ১০টার দিকে এলেও দুই মিনিট থেকে আবার চলে যায় বিদ্যুৎ। এরপর রাত পৌনে ২টায় বিদ্যুৎ আসে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, গ্রিডে সমস্যা থাকায় বিদ্যুৎ এমন ঘটছে।

সর্বশেষ খবর